HATIYA ISLAND || THE TRANQUILITY OF THE ESTUARY

হাতিয়া দ্বীপ ।। অপরূপ সাগর মোহনায় প্রশান্তি Fayeja Mahi :: Diversity of Bangladesh প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য্যে হারিয়ে যেতে চাইলে হাতিয়া হতে পারে ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দ। মেঘনা নদীর মোহনায় নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত একটি দ্বীপ হল হাতিয়া। শহুরে শ্রান্তি-ক্লান্তি মুছে প্রাণ ভরে ডোম নিয়ে সতেজ হতে চাইলে ঘুরে আসুন হাতিয়ায় কমলা দীঘির পাড় বা নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ ইতিমধ্যে পর্যটকদের কাছে সুখ্যাতি অর্জন করেছে তার চিত্রল হরিনের পালের জন্য। অন্যতম আরেকটি কারণ এ বনে বাঘ নেই। নিঝুম দ্বীপে বন্য কুকুর ছাড়া আর কোনো হিংস্র প্রাণী নেই। এখানে প্রায় ৪০ হাজারের মতো হরিণ রয়েছে। নিঝুম দ্বীপে যাবেন আর হরিণ দেখবেন না, তা কি হয়? হরিণ দেখতে হলে এখানে লম্বা লম্বা শ্বাসমুখের মধ্যে দিয়ে নিঃশব্দে চলাচল করতে হবে। হৈ চৈ বা সামান্য আওয়াজে হরিণ পালিয়ে যায়। সকালে ঘুম থেকে জেগে শুনতে পাবেন অসংখ্য পাখির কলতান।নির্মল সূর্যোদয়। দুপুরের রোদে বনের ভিতরের রূপ দারুণভাবে আকর্ষিত করে পর্যটকদের। সাগর আর গহীন বনের অপূর্ব মিলন এই হাতিয়া। নিমতলী সমুদ্র সৈকত, কমলার দীঘির পাড় সমুদ্র সৈকত বা সূর্যমুখী সমুদ্র সৈকত সব যেন অপার প...