HATIYA ISLAND || THE TRANQUILITY OF THE ESTUARY
হাতিয়া দ্বীপ ।। অপরূপ সাগর মোহনায় প্রশান্তি
Fayeja Mahi :: Diversity of Bangladesh
প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য্যে হারিয়ে যেতে চাইলে হাতিয়া হতে পারে ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দ। মেঘনা নদীর মোহনায় নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত একটি দ্বীপ হল হাতিয়া। শহুরে শ্রান্তি-ক্লান্তি মুছে প্রাণ ভরে ডোম নিয়ে সতেজ হতে চাইলে ঘুরে আসুন হাতিয়ায় কমলা দীঘির পাড় বা নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ ইতিমধ্যে পর্যটকদের কাছে সুখ্যাতি অর্জন করেছে তার চিত্রল হরিনের পালের জন্য। অন্যতম আরেকটি কারণ এ বনে বাঘ নেই। নিঝুম দ্বীপে বন্য কুকুর ছাড়া আর কোনো হিংস্র প্রাণী নেই। এখানে প্রায় ৪০ হাজারের মতো হরিণ রয়েছে। নিঝুম দ্বীপে যাবেন আর হরিণ দেখবেন না, তা কি হয়? হরিণ দেখতে হলে এখানে লম্বা লম্বা শ্বাসমুখের মধ্যে দিয়ে নিঃশব্দে চলাচল করতে হবে। হৈ চৈ বা সামান্য আওয়াজে হরিণ পালিয়ে যায়। সকালে ঘুম থেকে জেগে শুনতে পাবেন অসংখ্য পাখির কলতান।নির্মল সূর্যোদয়। দুপুরের রোদে বনের ভিতরের রূপ দারুণভাবে আকর্ষিত করে পর্যটকদের। সাগর আর গহীন বনের অপূর্ব মিলন এই হাতিয়া। নিমতলী সমুদ্র সৈকত, কমলার দীঘির পাড় সমুদ্র সৈকত বা সূর্যমুখী সমুদ্র সৈকত সব যেন অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলভূমি, ভীষণ নীরব, কোলাহলমুক্ত আর প্রশান্তিদায়ক।
Spotted Deers at Nijhum Island
দর্শনীয়স্থান
★ নিঝুম দ্বীপ।
★ কাজির বাজার।
★ কমলার দীঘির পাড় সমুদ্র সৈকত,
★ রহমত বাজার ঘাট।
★ তমরুদ্দি পাথর ঘাট।
★ সূর্যমূখী সি বীচ।
★ নিমতলী সমুদ্র সৈকত, জাহাজমারা।
★ দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক।
★ সর্ণদ্বীপ সেনানিবাস।
★ আলাদি গ্রাম।
★ টাংকির ঘাট।
★ ভাষান চর।
★ দমার চর।
★ কাটাখালী ম্যানগ্রোভ।
★ কাটাখালী খাল।
★ আমতলী ফরেষ্ট এরিয়া, জাহাজমারা।
★ মোক্তারিয়া ঘাট।
Sea Watching Tower
ঐতিহ্য
হাতিয়া মহিষ ও গরুর দধির জন্য বিখ্যাত। কথায় আছে " হাতিয়ার দৈ, নোয়াখালীর কৈ, স্বন্দীপের ডাব, রামগতির রাব"। এছাড়া রয়েছে জামাই পিঠা নামে খ্যাত "নকশী পিঠা " বা হাতিয়ার ভাষায় পাক্কন পিঠা। পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, জালার পিঠা, রস ভোগ, আনতাসা পিঠা, সাইন্না পিঠা, ভরা পিঠা সহ হরেক রকমের পিঠা। নাউর এবং গ্রামীন কৃষ্টি-সংস্কৃতির বিয়ে এখানে এখনও প্রচলিত। হাতিয়ার দৃষ্টিনন্দন গ্রামীন বাড়ি এখানেরই ঐতিহ্য। এখানে বাড়ি নির্মানের বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয় যা বাংলাদেশের কোথাও দেখা যায় না।
Top view of Rahmat Bazar Ghat
হোটেল ও আবাসন
সরকারি ডাক বাংলো, ধানসিঁড়ি, হোটেল সম্রাট, হোটেল সিংগাপুর, হোটেল মোহনা, হোটেল হংকং, হোটেল শেরাটন, হোটেল প্রিন্স। এখানকার হোটেল ও রিসোর্টগুলোতে ২ বেড রুম থেকে শুরু করে বড় গ্ৰুপ রুম আছে। রাম ও সময়ভেদে মাথাপিছু দৈনিক তিনশত থেকে হাজার টাকা ভাড়া পড়তে পারে।
কীভাবে যাবেন
ঢাকা থেকে নোয়াখালী সোনাপুর যেতে হবে ট্রেন , চেয়ার কোচে বা বাসে। ট্রেনে নোয়াখালী স্টেশনে আর বাসে সোনাপুর জিরো পয়েন্টে নামতে হবে। সেখান থেকে আরেকটি বাস বা সিএনজি করে চেয়ারম্যান ঘাট যাবেন চেয়ারম্যান ঘাট থেকে সি-ট্রাকে করে চলে যাবেন হাতিয়ায়।
যাওয়ার খরচ
ঢাকা সদরঘাট থেকে ঠিক বিকাল ৫:৩০ টায় এমভি ফারহান ৩, ফারহান ৪ লঞ্চে ( ১৫০ টাকা ডেক ভাড়া) সকাল ৬ টায় হাতিয়া । এই লঞ্চগুলোতে আরামদায়ক কেবিনও রয়েছে ।
Launch (water vessel) to Hatiya
HATIYA ISLAND || THE TRANQUILLITY OF THE ESTUARY
Fayeja Mahi: Diversity of Bangladesh ::
If travelers want to become lost in the scenic beauty of nature, Hatiya can be one of the choices. Hatiya is a beach island at the estuary of the Meghna River in Noakhali district. If you want to wipe up the urban fatigue and refresh yourself with a breath of fresh air, visit Kamala Dighi see beach or Nijhum Island at Hatiya. Nijhum Island has already gained a reputation among the tourists for the spotted (chitral) deer. There are about 40,000 deer here. Another reason is that there are no tigers in this forest. There are no wild animals too at Nijhum Island except wild dogs. It is absurd that you are going to Nijhum Island and will not see deer. If you want to see deer, you have to move silently through the long ‘breathe roots’ of the swamp trees. Be aware, the deer run away with a little sound. When you wake up in the morning, you will hear the chirping of innumerable birds, enjoy the welcoming sunrise. In the midday sun roaming inside the forest attracts tourists a lot. This is a wonderful combination of sea and deep forest. It is an excellent place for camping or picnic. Nimtali beach, Komolar Dighi beach or Sunflower Beach are all lands of infinite scenic beauty, tranquillity, noise free and serene.
Places of tourist interest
★ Nijhum Island.
★ Kajir Bazar.
★ Komolar Dighi beach,
★ Rahmat Bazar Ghat.
★ Tamaruddi Pathor Ghat.
★ Surjomukhi Sea Beach.
★ Nimtali beach, Jahajmara.
★ Island Development Authority Park.
★ Sarnadwip Cantonment.
★ Aladdi village.
★ Tankir Ghat.
★ Vashan Char.
★ Damar Char.
★ Katakhali Mangrove.
★ Katakhali canal.
★ Amtali Forest Area, Jahajmara.
★ Moktaria Ghat.
Heritage
Hatia is famous for buffalo and cow yogurt. There is a proverb "Hatiyar Dai, Noakhali Kai, Sandip's Dab, Ramgati's Rab". You will also find "nakshi pitha" or pakkan pitha known as jamai pitha. Puli pitha, chitai pitha, bhapa pitha, jala pitha, ras bhog, antasa pitha, sainna pitha, bhara pitha and various other types of pitha too. The traditional marriage of Naur and rural culture is still prevalent here. The beautiful rural houses of Hatiya are the unique tradition here. Here special methods of house building are followed which are not seen anywhere else in Bangladesh.
Hotels and accommodation
Government Dak Bungalow, Dhansiri Hotel, Hotel Samrat, Hotel Singapore, Hotel Mohana, Hotel Hong Kong, Hotel Sheraton, Hotel Prince. Hotels and resorts here have 2 beds rooms to large group rooms. The daily rent per room depending on size and time can vary from three hundred taka to one thousand taka.
How to go
From Dhaka to Noakhali Sonapur you have to go by train, chair coach or bus. You have to get off at Noakhali station when travelling by train and at Sonapur Zero Point when travelling by bus. From there you can take another bus or CNG to Chairman Ghat. From Chairman Ghat you can go to Hatiya by C-truck water vessel.
Travel cost:
MV Farhan 3, Farhan 4 launch leaves from Dhaka Sadarghat sharp at 5:30pm and arrives at Hatia at 8 am. These launches also have comfortable cabins. The ticket fare may cost 150 taka per person on the deck floor.
Place: Hatiya Upozilla, Noakhali, Bangladesh
Photo Credit : Hatiyapata. com, Shishir Deb
Info Credit: Wikipedia
Story Editor: Fayeja Mahi
Fantastic place ! I like deer. I want to visit this place.
ReplyDelete