POTTERY OF CUMILLA GETTING WORLD ATTENTION

কুমিল্লার মৃৎশিল্প :: বিশ্বজোড়া যার আকর্ষণ

******************************************************
English translation is after Bangla ]


শিল্পীর রং তুলি যেমন করে নির্জীব কোন দৃশ্যকে নান্দনিকতা দেয়, তেমনি কুমার তার হাতের স্পর্শে মাটিকে করে তোলে নান্দনিক শিল্প, যাকে বলে #মৃৎশিল্প । নজরকাড়া সুন্দর আল্পনা আর আকৃতির মাটির এসব দ্রব্যসামগ্রীর চাহিদা এখন বিশ্বজোড়া। আর, বাংলাদেশের #কুমিল্লার_মৃৎশিল্প সে দুনিয়ার বিশেষ আকর্ষণ। নানা দেশের পর্যটকগণ কুমিল্লা এলে একবার এই কুমার পাড়া ঘুরে যেতে ও পছন্দের জিনিসটি সংগ্রহ করতে ভোলেননা। #বিজয়পুরের উৎপাদিত পণ্যগুলো দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, খুলনাসহ প্রায় ৩৪টি জেলায় নিয়ে যাওয়া হয়। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিজয়পুর এসব মৃৎপণ্য আমেরিকা, লন্ডন, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, জাপান, হল্যান্ড, ইতালিসহ বিশ্বের #১৫টি_দেশে_রপ্তানি করে আসছে। নানাদেশের অসংখ্য রাষ্ট্রপ্রধান ও ব্যক্তিবর্গ এখানে এসে এই শিল্পকর্মের প্রসংশা করেছেন।


 এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। প্রয়োজন হয় পরিষ্কার এঁটেল মাটি। এঁটেল মাটি নরম করে বিভিন্ন আকৃতির বিভিন্ন জিনিস বানানো হয়। যেমন : হাড়ি, পাতিল, সরা, সানকি ইত্যাদি তৈজসপত্র বানানো হয়। এছাড়াও তৈরি করা হয়, মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ, বেণীবন্ধনরত যুবতির চিত্র, জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী, ময়ুরপক্সক্ষী নৌকোর চিত্র, চোখ বুজে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন এইসব ফটোগ্রাফের নকল। একেকটা চিত্রের জন্য কাঠের ওপর খোদাই করা নকশা আছে। তার ওপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করেন তারা। কাদার তালে ফুটে ওঠে নকশা। বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে পোড়ানোর জন্য তৈরি করা হয়। আর এভাবেই অত্যন্ত দক্ষতার সাথে মাটির জিনিসপত্র তৈরি করেন মৃৎশিল্পের কারিগররা।

একটা সময় ছিলো তখন শুধু মাটির তৈজসপত্র তৈরি করতেন কুমোরগণ। কিন্তু সেদিন আর নেই। এখন তাঁরা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব, মূর্তি। আজকাল এগুলোর বিক্রি ভালো। সস্তায় ঘরের দেয়াল সাজানোর জন্য অনেকেই কেনেন। স্বচক্ষে এই তৈরী কৌশল দেখতে চাইলে আপনাকে আস্তে হবে বিজয়পুর রুদ্রপাল মৃৎ শিল্পের রাজ্যে। এর অবস্থান কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কোলঘেঁষে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে। জেলার সদর দক্ষিণ উপজেলাধীন দক্ষিণ বিজয়পুর, গাংকুল, টেগুরিয়াপাড়া, নোয়াপাড়া, বারপাড়া, উত্তর বিজয়পুর ও দুর্গাপুরসহ মোট ৭টি গ্রামের মৃৎশিল্পীগণ এ প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। স্বপরিবার (ভবিষ্যৎ প্রজন্মসহ) ঘুরে আসতে পারেন কারণ নিজ দেশের ঐতিহ্যে জানাও প্রতিটি নাগরিকের কর্তব্য বটে।


 কিভাবে যাবেন :
ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম বা কুমিল্লাগামী বসে উঠে পড়ুন এবং ঢাকা চট্টগ্রাম রোডের মাঝে #পদুয়ার_বাজার বিশ্বরোড নেমে লাকসাম রোডে সিএনজি (৳ ১৫/-), অটোরিক্শা (৳ ২0/-), লোকাল বাসে (৳১০/-)করে চলে আসুন বিজয়পুরে।


 থাকার ব্যবস্থা :
থাকার জন্য কুমিল্লা শহরে চলে আসাটাই উত্তম। পদুয়ার বাজারেও সাধারণ মানের কিছু হোটেল রয়েছে।


আরও তথ্যের প্রয়োজন হলে 'বৈচিত্র্যময় বাংলাদেশ - Diversity of Bangladesh ' এর সাথে যোগাযোগ করতে একদম দ্বিধা করবেন না। আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবক আপনার সহযোগিতায় সর্বদা প্রস্তুত। আমাদের ওয়েবসাইট



*********************************************************************************
Earthen pottery

Just as the artist's paintbrush aestheticizes a lifeless scene, so as the pot artist (Kumar) turns the soil into an art with the soft touch of his hand. The demand for these eye-catching earthenware products with beautiful alpana and curves is now worldwide. And, the pottery of Comilla in Bangladesh has a special attraction in that realm. Once tourists from different countries come to Comilla, they don't forget to visit this Kumar Para and collect their favorite earthenware products. 

Finishing touch at the factory

The pottery produced in Vijaypur is being taken to about 34 districts of the country including Dhaka, Chottogram, Sylhet, Borisal, Chandpur, and Khulna. Even beyond the borders of the country, Vijaypur has been exporting these potteries to 15 countries of the world including America, London, Saudi Arabia, Singapore, Malaysia, Canada, Japan, Holland, Italy. Numerous heads of state and personalities from different countries have visited here and praised this work of art.

Pottery warehouse

The main material of this industry is soil. However, this is not done with any ordinary soils. Clean clay soil is required. Different things of different shapes are made by softening clay soil. Such as Hari, Patil, Sara, Sanki, etc. utensils are made. Also, there are floral designs on the earthen plates, a replica of Rabindranath, a picture of a rural woman, a replica of a wheelbarrow painted by Zainul, a picture of a flying fairy, a peacock boat, Nazrul playing flute with his eyes closed. There are designs carved on the wood frame for each image. They made a pata by pressing a lump of mud on it. The design came out in the mud. The bars are made by burning a bamboo pen. And in this way, the potters make pottery very efficiently.

Shop Display at Shahbag Dhaka


There was a time when potters only made earthenware. But that day is no more. Now they build statues of celebrities with clay. These days they are hot cake. Many people buy to decorate the walls of the house. If you want to see this ready-made technique with your own eyes, you are welcome to visit the Vijaypur Rudrapal Pottery. It is located at Vijaypur in Sadar Dakshin Upazila of Comilla District, adjacent to the Comilla-Chandpur Regional Road. Potters from 6 villages including Dakshin Vijaypur, Gangkul, Teguriapara, Noapara, Barpara, North Vijaypur, and Durgapur under Sadar Dakshin Upazila of the district have set up this organization. You can visit along with your family (including future generations) because it is the duty of every citizen to know the heritage of their country.

How to reach there:
Catch a bus from Dhaka Saidabad Bus Terminal to Chittagong or Comilla and get off at #Paduar_Bazar Bishwaroad in the middle of Dhaka Chittagong Road, and on Laksam Road hire a CNG (৳ 15 /-), autorickshaw (৳ 20 /-), or local bus (৳ 10 /-) to Vijaypur. 

Accommodation:
It is better to come back to Comilla to stay. However, there are some standard hotels in Padua market as well.
If you need more information, do not hesitate to contact 'Diversified Bangladesh'. Our local volunteers are always ready to assist you. Our website 

Photo ownership: Author, Arronnok, BDNews24, Food Invention,

Information Credit: কুমিল্লা ঐতিহ্য, Daily Janakantha.

Comments

Post a Comment

Popular posts from this blog

HATIYA ISLAND || THE TRANQUILITY OF THE ESTUARY

THE PRIDE OF BANGLADESH || MUJIBNOGOR COMPLEX